রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাষ্ট্র সংস্কারে দলের প্রস্তাবিত ৩১ দফা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন রাঙ্গুনিয়ায় বিএনপির সম্ভাব্য প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক কুতুব উদ্দিন বাহার। এর ধারাবাহিকতায় ৩০ অক্টোবর দুপুরের পর তিনি উপজেলার সরফভাটার বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন। এসময় সরফভাটা বড়বাড়ি এলাকায় উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জুলি আক্তারের মাকেও আর্থিক অনুদান দেন। পরে ক্ষেত্রবাজারে গণসংযোগ শেষে অংশ নেন সরফভাটা মেহেরিয়া মাদ্রাসার বার্ষিক সভায়। সেখানে বক্তব্যে সকলের দোয়া প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা ওলামা দলে সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আক্তার হোসেন, বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনজুর হাসান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যু. আহবায়ক মোজাফফর চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র সদস্য কাজী জাহেদ, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলিনুর তালুকদার মনি প্রমুখ। শেষে বৃহত্তর রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম ওমানের নবনির্বাচিত সভাপতি ওসমান তালুকদার ও যুবদল নেতা মো. সুমনকে সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধিত করা হয়। ওসমান সরফভাটা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ছিলেন।











