৩১ দফার জনমত গঠনে কর্ণফুলীর বড়উঠানে মতবিনিময় সভা

3

কর্ণফুলী প্রতিনিধি

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের স্থানীয়দের সাথে মতবিনিময় সভা করছেন দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এহসান এ খান।
২৪ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বড়উঠান ৯নং ওয়ার্ড ডাকপাড়া এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বড়উঠান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী এহসান এ খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে এহসান এ খাঁন বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল। জনগণের মুক্তির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হবে দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, মিলবে অর্থনৈতিক মুক্তি।
তিনি আরও বলেন, বিএনপি সাধারণ জনগণের দল, শ্রমিকদের দল, নারী ও মা বোনদের দল, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে আর ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা হবে।
কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক মো. জাফর ও বড়উঠান ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব এস্কান্দর বাবুলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক মো. হোসেন বাবুল, বড়উঠান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক আব্দুর রহিম, যুগ্ম আহব্বায়ক মো. ইয়াছিন, বড়উঠান ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক মাহবুব আলী, যুগ্ম আহব্বায়ক শাহেদুল আলম, আবু তৈয়ব, ইউনিয়ন যুবদল নেতা আব্দুল করিম, মো. শাহাজান, ছাত্রদল নেতা, মিনহাজুর রহমান পাপ্পু, কামরুল হাসান জয়,মো. সাঈম প্রমুখ।