৩০ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন মোস্তাফিজ

27

পারিশ্রমিকসহ ক্রিকেটারদের যাবতীয় সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে বাংলাদেশ ক্রিকেটাররা বিসিবির কাছে ১৩ দফা দাবি পেশ করে। এরই মধ্যে দশটি দাবি মেনে নিয়েছে বিসিবি। তাই ধর্মঘট প্রত্যাহার করে মাঠে ফিরতে রাজি হয়েছেন টাইগাররা।
বুধবার সন্ধ্যায় ক্রিকেটারদের নিয়ে আলোচনায় বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এর আগে গুলশানে একটি সংবাদ সম্মেলনে খেলোয়াড়রা ১১ দফার সাথে আরো দুইটি নতুন দাবির সংযোজন করেন। বাকি দুইটি দাবির মধ্যে একটি ছিলো পেসার মোস্তাফিজুর রহমানের আর্থিক ক্ষতিপূরণ করা। দাবি দুইটি পূরণেরও আশ্বাস দিয়েছে বিসিবি। জানা গেছে, আইপিএলে খেলতে অনুমতিপত্র না পাওয়ায় যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন কাটার মাস্টার, তার প্রেক্ষিতে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে বিসিবি। ২০১৬ সাল থেকে আইপিএলে টানা তিন মৌসুমে খেলেছিলেন মুস্তাফিজ। প্রথম দুই আসর সানরাইজার্স হায়দরাবাদ এবং শেষবার মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএল মাতিয়েছেন বাঁহাতি পেসার। এর মধ্যে ২০১৬ সালের আসরে শিরোপা জেতার স্বাদ পান সাতক্ষীরার এই কাটার মাস্টার।