৩০ ব্লাইন্ড ক্রিকেটারকে নিয়ে বিশ্বকাপ প্রস্তুতিতে বিবিসিসি

5

৬২ জন দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেটারকে নিয়ে শহীদ শেখ আবু নাসের স্মৃতি জাতীয় টি-২০ ব্লাইন্ড ক্রিকেটের সফল সমাপ্তি ঘটেছে ১৪ মে। চার বিভাগীয় দলের অংশগ্রহণে সাগরিকা মহিলা কমপ্লেক্স ভেন্যুতে অনুষ্ঠিত আসরে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিভাগ, রানার আপ ঢাকা। টুর্নামেন্টে অপর দুটি বিভাগ ছিল খুলনা ও রাজশাহী। টুর্নামেন্ট শেষে নভেম্বরে পাকিস্তানের মাটিতে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ৪র্থ টি২০ ব্লাইন্ড টি২০ ক্রিকেট বিশ্বকাপে সেরা সাফল্যের জন্য ৩০ জনের একটি দল বাছাই করেছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি)। বাছাইকৃতদের ১৫জন করে ভাগ করে একটি জাতীয় দল ও অন্যটি ‘এ’ দল হিসাবে টানা প্রশিক্ষণের আওতায় থাকবে বলে জানান বিবিসিসি সিনিয়র সহ-সভাপতি ও সিইও লায়ন দিদারুল আলম চৌধুরী। এদিকে চলতি মাসের ২৭ তারিখ থেকে বিসিবি’র ডিজঅ্যাবল ইউনিট আরেকটি ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। বিশ্বকাপের জন্য সেরা একটি দল গঠনে আসন্ন আয়োজনটিও দারুণ ভুমিকা রাখবে বলে জানান বিবিসিসি সিইও।
এদিকে ১৪ মে সম্পন্ন হওয়া টি২০ ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিবিসিসি সিইও। ভেন্যু চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় দলের চেয়ারম্যান এস এম জমির উদ্দিন আয়োজনটির সাথে থেকে নিজেকে ধন্য মনে করছেন। বিজ্ঞপ্তি