৩য় বিভাগ ফুটবল লিগ আজ শুরু

8

ক্রীড়া প্রতিবেদক

শাহ আজিজ ইন্টারন্যাশনাল লিঃ এর পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে সিজেকেএস সিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লীগ-২০২৩-২৪ আজ বিকাল ২.৩০ টায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রাম মাঠে শুরু হতে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন লিগের স্পন্সর শাহ আজিজ ইন্টারন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশেদুর রহমান। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে রাফা ক্রিকেট ক্লাব ও কল্লোল সংঘ গ্রীন।
এ লিগে নির্ধারিত ২৩টি দল অংশগ্রহণ করছে। লিগের অপর দল ‘চিটাগাং রয়েল’ সিডিএফএ কর্মকর্তাদের খেয়ালিপনার কারণে বাদ পড়েছে বলে জানিয়েছেন দলটির কর্ণধার জি এম হাসান। তিনি অভিযোগ করে বলেন, আমরা প্রথমে না খেলার কথা জানিয়ে সিডিএফএকে চিঠি দিলেও খেলোয়াড়দের কান্নাকাটিতে চার ঘন্টার মাথায় আরেকটি চিঠি দিয়ে খেলা কথা জানাই। কিন্তু তারা আমাদের খেলোয়াড়দের সেন্টিমেন্টকে গুরুত্ব দেয়নি।
এ ব্যাপারে সিডিএফএ সভাপতি শহীদুল ইসলাম বলেন, আমরা তাদের টিম উইথড্র’র লেটার মিটিংয়ে অ্যাক্সেপ্ট করি এবং ২৩ টা টিম নিয়ে ফিকশ্চার রেডি করে ফেলি। এরপর খেলবো বলে চিঠি দিলেও করার কিছু ছিলনা। বিষয়টি আমরা সিজেকেএস সাধারণ সম্পাদকের কাছে উপস্থাপন করি কিন্তু তিনিও আমাদের সিদ্ধান্তে সম্মতি দেন। অংশগ্রহণকারী দলসমূহকে লটারীর মাধ্যমে ০৬ গ্রুহপে ভাগ করা হয়েছে। এ লিগের বাজেট নির্ধারণ করা হয়েছে ৫,৩০,০০০/- (পাচঁ লক্ষ ত্রিশ হাজার) টাকা মাত্র।
উপস্থিতি: সিডিএফএ সভাপতি এস.এম. শহীদুল ইসলাম, সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহ: শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, হাসান মুরাদ বিপ্লব, আক্তারুজ্জামান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশেদুর রহমান মিলন, মো. মুজিবর রহমান, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী মো. জসিম উদ্দীন, সিডিএফএ সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর মাহমুদুর রহমান মাহবুব, লোকমান হাকিম মো. ইব্রাহিম, হারুন আল রশীদ, সাইফুল্লাহ চৌধুরী, আলী হাসান রাজু, রায়হান উদ্দীন রুবেল, সাইফুল আলম খান, মোহাম্মদ জাফর ইকবাল, এম.এ.মুসা বাবলু, আসাদুজ্জামান খান, জসিমুল হুদা, সামিউল হাসান রুমন, আজাদ রহামান, মোশারফ হোসেন লিটন, সিডিএফএ কাউন্সিলর আলী আকবর, আইনুল কবির জিতু, মোঃ জহির উদ্দীন প্রমুখ।