২ ফার্মেসিকে ২ লাখ অপর প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা

1

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে তিন প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা ও দুই লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৯ জানুয়ারি ভ্রাম্যমাণ আদালতের হাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী এ দÐ প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, উপজেলার বিবিরহাট বাজার ও কাজীরহাট বাজারে অভিযান চালানো হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় জাফর ড্রাগ হাউসকে ১ লাখ ৫০ হাজার, বিবিরহাটের আলিফ মেডিকেল হলকে ৫০ হাজার, আর এ ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানসহ মোট তিন লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া দুই লাখ টাকার বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল, ভারতীয়, মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।