আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলায় দুই গরু চোরকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা। গতকাল রবিবার ভোরে উপজেলা হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর আবু আলী টেক এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন পশ্চিম হাইলধর গ্রামের মো. কেনু (৪০) ও দক্ষিণ হাইলধর গ্রামের মো. নাজিম (৪২)। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন চুরি, ডাকাতির সাথে সম্পৃক্ত বলে জানান স্থানীয়রা।স্থানীয়রা আরও জানান, চলতি মাসে এই এলাকা থেকে ৫টি গরু চুরি হয়েছে। এই কারণে গরু মালিকদের চোখে ঘুম নাই। রবিবার রাতে চোরের দল পশ্চিম হাইলধর গ্রামের একটি ঘরে হানা দেয়। তখন ঘরের মালিক চিৎকার করলে লোকজন এসে ধাওয়া দিলে চোরের দল পালিয়ে যায়। পরে ভোরের দিকে পুকুর থেকে লুকানো অবস্থায় কেনুকে এবং কেনুর দেওয়া তথ্য মতে নাজিমকে আটক করে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, দুই চোরকে স্থানীয়রা পুলিশে হস্তান্তর করেছে। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।











