২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় কিক ফাইটার এর সাফল্য

1

গত ৯-১১ মে শহীদ সহরোয়াদ্দী মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ২৯ তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৫। উক্ত কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের ছাত্র ছাত্রীরা চট্টগ্রাম পোর্ট স্পোর্টস কমপ্লেক্স ও বাংলাদেশ রেলওয়ে হতে বিভিন্ন ক্যাটাগরীতে অংশগ্রহন করে ৫ টি ব্রোন্জ পদক অর্জন করে। পদক বিজয়ীরা হলেন চট্টগ্রাম বন্দর স্পোর্টস হতে সিনিয়র একক কাতায় লা- রাইবা চৌধুরী ( তাম্র), -৫০ কেজি সিনিয়র মহিলা ক্যাটাগরীতে শারমীন আক্তার ( তাম্র), -৬১ কেজিতে জান্নাতুল নুর কেয়া ( তাম্র) এবং বাংলাদেশ রেলওয়ে হতে সিনিয়র পুরুষ একক কাতায় স্বাধীন আহমেদ ( তাম্র) ও -৬০ কেজি পুরুষ ওজন শ্রেনীতে সামিউল হোসেন আয়াত ( তাম্র)।চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের ম্যানেজার ছিলেন নুরে আলম ও মোহাম্মদ জাফর, বাংলাদেশ রেলওয়ের কোচ ছিলেন – ফখরুল আবেদীন ও ম্যানেজার ছিলেন রোকন উদ্দিন। বিকেএফকেএস এর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সিহান এ বি রনি সকল পদক বিজয়ী ও কোচ ম্যানেজারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।