সীতাকুন্ড প্রতিনিধি
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর বুকে জনসম্মুখে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ লগি-বৈঠা নিয়ে নিরপরাধ জামায়াত কর্মীদেরকে দিনে-দুপুরে পিটিয়ে হত্যা করার ঘটনায় সকল অভিযুক্ত আসামিদের ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এদিনের খুনীদের ফাঁসির দাবিতে সমাবেশও করে দলটির সীতাকুন্ড পৌরসভা শাখা।
গতকাল সোমবার বিকালে সীতাকুন্ড পৌরসদরের গোডাউন সড়কের সামনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ সীতাকুন্ড পৌরসভা জামায়াতের আমির হাফেজ আলী আকবর সভাপতিত্ব করেন। সেক্রেটারি গিয়াস উদ্দিন পারভেজের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন চৌধুরী।
তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর স্বৈরাচারী আওয়ামী লীগ রাজধানীর বুকে জনসমক্ষে ঘোষণা দিয়ে লগি-বৈঠা দিয়ে দিনে-দুপুরে নিরপরাধ জামায়াত নেতা-কর্মীদের হত্যা করেছিল। শত শত নেতা-কর্মীরা অকথ্য নির্যাতন ও পঙ্গু করেছে। দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ ও জামায়াত কথা বলার স্বাধীনতা, প্রতিবাদের স্বাধীনতা পায়নি। গত ৫ আগস্ট দেশের আপামর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে এই হত্যাকারিরা দেশ ছেড়ে পালিয়ে যায়। এখন মানবতা বিরোধী অপরাধে খুনী হাসিনাসহ সকল খুনীদের গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করতে হবে।
কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, সাবেক আমীর মাওলানা তৌহিদুল হক চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি মো. তাহের, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী কুতুব উদ্দিন শিবলী ও অ্যাড. আশরাফুর রহমান, মিডিয়া সম্পাদক আবুল হোসাইন, অধ্যক্ষ নুরুল কবির, শ্রমিক কল্যাণের উপজেলা সভাপতি কাজী নজরুল ইসলাম। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন পৌরসভার সাবেক কাউন্সিলর রায়হান উদ্দিন, রফিকুল ইসলাম ও জয়নাল আবেদীনসহ জামায়াত-শিবিরসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা।