হকি কেন্দ্র আয়োজিত স্কুল হকি লীগে প্রথম পর্বের নিজেদের শেষ ম্যাচে জয় দিয়ে জে এম সেন স্কুল সুপার থ্রি পর্বে উত্তীর্ণ হয়েছে । আজ মিউনিসিপ্যাল স্কুল মাঠে অনুষ্ঠিত লীগের পঞ্চম ম্যাচে তারা ২-১ গোলে আলকরন নুর আহমদ স্কুল কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার শুরুর ১ম মিনিটে অধিনায়ক সত্যজিৎ এর ফিল্ড গোলে (১-০) লিড পায় জেএমসেন স্কুল। পরবর্তী তে আলকরন এর খেলোয়াড়’রা প্রতিরোধ গড়ে তুললে ম্যাচ প্রতিদ্ব›িদ্বতার আমেজে জমে উঠে। তবে ২য় ও ৩য় কোয়ার্টারে গোল পায়নি কোনো দল। ম্যাচের ৪র্থ কোয়ার্টারে ৪৮ মিনিটে সম্মিলিত আক্রমণ থেকে অধিনায়ক জিহাদ চাতুর্যপূর্ণ ফ্লিকে গোল করলে (১-১) সমতায় ফিরে আলকরন। ৫৫ মিনিটের সময় রাহাতের প্যারালাল পাসে সোহানের ফিল্ড গোলে (২-১) আবারো এগিয়ে যায় জেএমসেন স্কুল। ম্যাচের অন্তিম মুহুর্তে প্রাপ্ত পিসি থেকে গোলের সুযোগ নষ্ট করে আলকরন নুর আহমদ স্কুল। ফলে ম্যাচ জিতে নেয় জেএমসেন স্কুল। তারা ৩ ম্যাচ শেষে ১জয়, ২ পরাজয়ে ৩পয়েন্ট অর্জন করে লীগ তালিকায় ৩য় স্হান অর্জন করেছে। সমসংখ্যক খেলায় ১ ড্র ২ পরাজয়ে ১ পয়েন্ট লাভ করে আলকরণ নুর আহমদ চসিক হাই স্কুল। ম্যাচের আম্পায়ার ছিলেনঃ অন্বেষ চৌধুরী, আদিত্য তালুকদার। খেলা শেষে ম্যাচের সেরা খেলোয়াড় সত্যজিৎ কে ক্রেষ্ট প্রদান করছেন, হাতে খড়ি স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক জনাব, জাকির হোসেন পাটোয়ারী।
আগামীকালের খেলা (রবিবার, ২৬/১০/২৫ইং) মিউনিসিপ্যাল স্কুল বনাম চসিক হাতে খড়ি স্কুল এন্ড কলেজ- দুপুর ২.০০টা।











