২৫ শিক্ষার্থী মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

1

মো. নুরুল করিম আরমান, লামা

বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ থেকে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে জামালপুর মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন প্রমংউ মার্মা ও মীন বিকাশ ত্রিপুরা। রাঙামাটি মেডিকেল কলেজে উত্তম ত্রিপুরা ও সুষময় তঞ্চংগ্যা। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে সুযোগ পান কুষাই ম্রো, উথোয়াইঞ চাক ও চুয়েটে মাংরুম ম্রো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন তৌওসিফ বিন নাসের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জেবেদায় বম, রুবাইয়া সুলতানা, ক্যাজসিং মার্মা, অমরকান্তি চাকমা, অমরজ্যোতি চাকমা, মতন ত্রিপুরা ও আরিফ হোসেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সুযোগ পান আবুল হোসেন সূর্য্য, দেনওয়াই ম্রো, বাদশা ফয়সাল ও মেনক ম্রো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিও সুযোগ পেয়েছেন মংএচিং মার্মা ও অরবিল চাকমা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দীপন ম্রো ও মাংপং ম্রো ভর্তিও সুযোগ পান। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দেববর চাকমা ভর্তির সুযোগ পান। এছাড়া থংইং খুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মো. সাহাব উদ্দিন। ভ‚বন চাকমা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমাণ তালিকায় রয়েছে।
মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী প্রমংউ মার্মা নিজের অনুভ‚তি প্রকাশ করে বলেন, ‘কোয়ান্টামে ভর্তি হওয়ার পর থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছি। আজ কোয়ান্টামের কারণেই সেই স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ অতিক্রম করতে পেরেছি।’ আমি কৃতজ্ঞ কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে। কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে অধ্যক্ষ সালেহ আহমেদ জানান, এবারের ২৫ জনসহ শুরু থেকে এ স্কুল থেকে এ পর্যন্ত আড়াই শতাধিক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পেয়েছেন। এখান থেকে তারা স্বপ্ন দেখছে ভালো মানুষ ভালো দেশ স্বর্গভ‚মি বাংলাদেশ বিনির্মাণের। পাহাড়ের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীর আলোকবর্তিকা হিসেবে কাজ করছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ।