২৩ দিন পর উৎপাদনে ফিরল সিইউএফএল

1

আনোয়ারা প্রতিনিধি

যান্ত্রিক ত্রুটির কারণে ২৩ দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে গেল আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ব সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লি. (সিইউএফএল)।
গত ৩ জানুয়ারি যান্ত্রিক ত্রুটির কারণে কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামতের পর গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কারখানাটতে আবারও উৎপাদন শুরু হয়। ২০২৩-২৪ অর্থবছরে কেবল ৫ দিন চালু ছিল এ কারখানা।জানা গেছে, অনিয়ম, অব্যবস্থাপনা ও পুরনো যন্ত্রপাতির কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সিইউএফএল। গত দুই বছর ধরে কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বার বার হোঁচট খেয়েছে উৎপাদন। গত বছরের ৭ ফেব্রুয়ারি থেকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। গত ১৩ অক্টোবর পুনরায় কারখানা চালু হয়। এরপর চলতি বছরের ৩ জানুয়ারি আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়।
সিইউএফএল সূত্র জানায়, ১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পারে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সার কারখানাটি প্রতিষ্ঠা হয়। পরে কারখানাটি বাংলাদেশের একক মালিকানায় চলে আসে। শুরুতে এতে ইউরিয়া উৎপাদন ক্ষমতা ছিল দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন, যা বছরে ৫ লাখ ৬১ হাজার মেট্রিক টন। তবে বর্তমানে দৈনিক ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম হচ্ছে কারখানাটি। পাশাপাশি দৈনিক ৮০০ মেট্রিক টন এবং বার্ষিক ৩ লাখ ১০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে সিইউএফএল।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শনিবার রাত আড়াইটা থেকে আমরা ইউরিয়া উৎপাদন শুরু করেছি। এর আগে অ্যামোনিয়া উৎপাদন করা হয়েছে। সামনে বোরো মৌসুম। সিইউএঅএল উৎপাদনে থাকলে সরকারের অনেক টাকা সাশ্রয় হবে। এজন্য গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকাটাও জরুরি।