২০২৬ টি-২০ বিশ্বকাপে পাকিস্তান ভারত ভিন্ন গ্রুপে!

1

স্পোর্টস ডেস্ক

আইসিসি বা এসিসির ইভেন্টে যেন এটা অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল, গ্রুপপর্বেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত আর পাকিস্তান। ফলে একই ইভেন্টে দুই-তিনবারও দেখা হওয়ার সুযোগ ছিল দুই দলের। দর্শক চাহিদার কথা বিবেচনা করে এভাবে গ্রুপিং করা হতো।
সেটাও যেন এবার বন্ধ হতে চলেছে।
২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান শুরুর ধাপেই মুখোমুখি হচ্ছে না, এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
পহেলগাম হামলার জেরে সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ায় আইসিসির পরবর্তী বৈশ্বিক ইভেন্টে তাদের এক গ্রুপে না রাখার সম্ভাবনা জোরালো হয়েছে।