২০২৫-২৭’র প্রার্থী পরিচিতি সভা চট্টগ্রাম থেকে শুরু

1

আসন্ন বিজিএমইএ নির্বাচন ২০২৫-২০২৭ উপলক্ষে বিজিএমইএ’র উদ্যোগে বিজিএমইএ নির্বাচনী বোর্ডের তত্ত¡াবধানে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী এবং চট্টগ্রাম অঞ্চলের ভোটারদের উপস্থিতিতে চট্টগ্রাম অঞ্চলে দুই দিনব্যাপী প্রার্থী পরিচিতি সভা গত ২৭ মে থেকে শুরু হয়েছে।
খুলশীস্থ বিজিএমইএ ভবনের মাহাবুব আলী হলে ফোরামের প্যানেল লিডার ও রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)-এর নেতৃত্বে প্রার্থীরা (ব্যালট নং ১-৩৫) ভোটারদের কাছে নিজেদের পরিচয় ও নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। সভায় বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), প্রাক্তন প্রথম সহ-সভাপতি খলিলুর রহমানসহ ফোরামের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। প্রার্থী পরিচিতি সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ নির্বাচনী বোর্ডের সদস্য ব্যারিস্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিন। তিনি প্রার্থীদের ধন্যবাদ জানান এবং আসন্ন নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি