২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট জুনে

1

আসন্ন ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট আগামী জুন মাসেই পেশ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা যদি বাজেট না দিই, তবে দাতাদের প্রজেকশন আছে, কত কি হবে সেটা আমরা মিস করতে পারবো না। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাজেট চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতে দেওয়ার কথা শোনা যাচ্ছে এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আমরা অনেক চিন্তা-ভাবনা করেছি, বাজেটটা জুনের পরে কারও জন্য অপেক্ষা করে না। অনেকগুলো তত্ত¡াবধায়ক সরকার হয়েছে, কোনো সময়ই বাজেট অপেক্ষা করেনি। রিভাইস বাজেট তো আমাদের করতেই হবে। বাজেটটা আমরা জুনের মধ্যেই দেব। খবর বাংলানিউজের।
বাজেট প্রণয়নে প্রধান অংশীজনদের সঙ্গে আলাপ করা হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা বলেন, আমরা জানিয়ে দেব তারা যদি মনে করে রিভাইস করবে, তাহলে তারা রিভাইস করবে। আমরা এখন আগের সরকারের বাজেট ডিভাইস করছি না? আমরা যদি বাজেট না দিই, তবে দাতাদের প্রজেকশন আছে, কত কি হবে সেটা আমরা মিস করতে পারবো না।
সালেহউদ্দিন আহমেদ বলেন, আমি হয়তো কোথাও বক্তৃতা দিয়ে বাজেট পেশ করব। অ্যাপ্রুভাল নেওয়ার তো বিভিন্ন স্টেজ আছে।
অর্থ উপদেষ্টা আরও বলেন, এখন কারেন্ট ব্যালেন্স অ্যাকাউন্ট পজিটিভ এসেছে। ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট পজিটিভ- এটা ধরে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ। তবে রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলার স্থিতিশীলতা দরকার, এটা আমাদের প্রথম অগ্রাধিকার। যদিও এটা আমার বিষয় না।