২০২৫ সালে কলেজে ছুটি ৭১ দিন

1

পূর্বদেশ ডেস্ক

চলতি ২০২৫ সালে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি বাদে সরকারি ও বেসরকারি কলেজগুলোতে মোট ৭১ দিন ছুটি থাকবে। গতকাল সোমবার কলেজগুলো জন্য ছুটির এ তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। খবর বিডিনিউজের।
তালিকা অনুযায়ী, চলতি বছর সরকারি-বেসরকারি কলেজগুলোতে রোজা, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শব-ই-কদর, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি থাকবে ২ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত। সাপ্তাহিক ছুটি বাদে এ দফায় মোট ২৫ দিন ছুটি মিলবে।
ঈদুল আযহা উপলক্ষে ৩ জুন থেকে ১২ জুন পর্যন্ত উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটি বাদে এ দফায় ৮ দিন ছুটি পাওয়া যাবে।
দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা ই ইয়াজদাহাম, প্রবারণা পূর্ণিমা, লক্ষীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটি বাদে ছুটি পড়েছে ১০ দিন। এর বাইরে প্রতিষ্ঠান প্রধানের হাতে সংরক্ষিত ছুটি রাখা হয়েছে ৩ দিন।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে প্রতিষ্ঠানে ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা ও পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না।
সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।
২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও এসব দিবসে বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে দিবসটি উদযাপন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে।