নতুন বছরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৬৮ লাখ ৮০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার ৮৪৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে)। গতকাল রোববার এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। জানুয়ারির ১৮ দিনে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ছয় কোটি ৭০ লাখ ৪৮ হাজার ৮৮৯ ডলার। খবর বাংলানিউজের।
তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, ১৮ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে পাঁচ কোটি ৯ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৯ কোটি ৩৩ লাখ ১০ হাজার ডলার। দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ লাখ ২০ হাজার ডলার।