রাউজান প্রতিনিধি
আসন্ন ২৪ শে মে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী আমেজ। প্রার্থীদের মাঝে বইছে উৎসাহ ও উৎসবের ছোঁয়া। সোমবার সকাল থেকেই সমিতির কার্যালয়ে প্রার্থীদের সরব উপস্থিতিতে মুখরিত ছিল চারপাশ। এদিন প্রধান নির্বাচন কমিশনার মোরশেদ কাদেরীর নেতৃত্বে নির্বাচন কমিশনের সদস্যরা প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। সঙ্গে ছিলেন সহকারী নির্বাচন কমিশনার মোহাম্মদ ফিরোজ আহমেদ, সৈয়দ মনজুরুল হক মঞ্জু, মোহাম্মদ আব্দুস শুক্কুর, মোহাম্মদ মতিউর রহমান ও মোহাম্মদ আব্দুস সবুর।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে কার্যকরী সভাপতি পদে ৩ জন এবং অন্যান্য বিভিন্ন পদে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা নির্বাচনের প্রতিযোগিতা বাড়িয়ে তুলেছে। মনোনয়ন যাচাই-বাছাই ১৩ মে, ১৪ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ১৫ মে চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা, ১৭ মে প্রতীক বরাদ্দ, ২৪ মে ভোটগ্রহণ। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এদিকে সদস্যদের মাঝে নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। বিভিন্ন প্রার্থী এরইমধ্যে গণসংযোগ, মতবিনিময় সভা ও প্রচার-প্রচারণা শুরু করেছেন। পরিবহনখাত সংশ্লিষ্টদের আশা, এ নির্বাচন সমিতির ভবিষ্যৎ নেতৃত্বকে সুদৃঢ় করবে এবং পরিবহন সেবাকে আরও কার্যকর করে তুলবে।