নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার হওয়া ১৬ এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। চট্টগ্রামের দুটি পৃথক আদালত গতকাল তাদের জামিন মঞ্জুর করেছেন। তাদের মধ্যে মহানগরীর বিভিন্ন থানার মামলার গ্রেপ্তার হওয়া ১৩ জন এবং জেলার ৩ জন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহর আদালত ১৩ জন ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের আদালত ৩ জনের জামিন মঞ্জুর করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দীন বলেন, কোটা ইস্যুতে নাশকতা ও হত্যা মামলায় গ্রেপ্তার ১৩ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে এইচএসসি পরীক্ষার্থী হিসেবে বিশেষ বিবেচনায় ১৩ জনকে জামিন মঞ্জুর করেছেন। এই ১৩ শিক্ষার্থীর নাম জানা যায়নি।
জামিন মঞ্জুর হওয়া বিষয়ে জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, গ্রেপ্তার হওয়া ৩ জন এইচএসসি পরীক্ষার্থী পৃথকভাবে জামিন আবেদন করা হয়। আদালত শুনানি শেষে এইচএসসি পরীক্ষার্থী বিবেচনায় ২ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন।