১৫ দিন পর চোরাই স্বর্ণালঙ্কারসহ গৃহকর্মী গ্রেপ্তার

1

নিজস্ব প্রতিবেদক

নগরীর খুলশী থানাধীন অভিজাত আবাসিকের একটি বাসা থেকে নগদ টাকা ও সাড়ে ১২ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে পালিয়ে যাওয়া গৃহকর্মী সেলিনা আক্তার আফিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং কোয়াংছড়ি পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় চুরি যাওয়া কিছু পরিমাণ নগদ টাকা এবং স্বর্ণালঙ্কারের পুরোটাই উদ্ধার করা হয়েছে।
নগরীর দামপাড়ায় সিএমপি মিডিয়া সেন্টারে গতকাল বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন। এসময় মামলার বাদী ও গৃহকর্তা মো. মাহবুবুর রহমানসহ খুলশী থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৯ জানুয়ারি বিকেলে বাড়ির মালিক না থাকার সুযোগে নগদ এক লাখ টাকা ও সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান গৃহকর্মী আফিয়া। পরে এ ঘটনায় মামলা হলে সিসিটিভির ফুটেজ দেখে তাকে শনাক্ত করে খুলশী থানা পুলিশ। এরপর থানা পুলিশের একটি দল কক্সবাজারের টেকনাফ সাবরাং কোয়াংছড়ি পাড়ায় অভিযান চালিয়ে গৃহকর্মী সেলিনা আক্তার আফিয়াকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে গৃহকর্তার বাসা থেকে চুরি করে নিয়ে যাওয়া একটি স্বর্ণের ব্রেসলেট, দু’টি বালা, একটি গলার হার, দু’টি কানের দুল, দু’টি চেইন, একটি গলার চিক, পুতিসহ দু’টি কানের দুল ও তিনটি রিংসহ সর্বমোট সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৮ আঠার হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
মামলার বাদি ও গৃহকর্তা মো. মাহবুবুর রহমান জানান, গত দেড় মাস ধরে তার বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করছেন সেলিনা আক্তার আফিয়া। ঘটনার তাকে বাসায় রেখে স্ত্রী-সন্তানসহ ঘুরতে বের হন তিনি। এ সুযোগে গৃহকর্মী সেলিনা আলমারির ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।