চলতি মার্চ মাসের প্রথম ১৫ দিনে ব্যাংকিং চ্যানেলে ১৬৬ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক রেমিটেন্সের এ তথ্য প্রকাশ করেছে। রেমিটেন্সের এ প্রবাহ অব্যাহত থাকলে চলতি মাসে প্রবাসী আয়ে রেকর্ড হওয়ার সম্ভাবনা দেখছেন ব্যাংকের ট্রেজারি প্রধানরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে ২০২৪ সালের ডিসেম্বরে; ২৬৪ কোটি ডলার। আর দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আসে চলতি বছরের ফেব্রæয়ারিতে; ২৫৩ কোটি ডলার। খবর বিডিনিউজের।
একটি বেসরকারি ব্যাংকের ট্রেজারি প্রধান বলেন, ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ঈদুল ফিতর হবে। ঈদের আগে রেমিটেন্সের প্রবাহ বাড়ে। তাই চলতি মাসের ১৫ দিনে রেমিটেন্স বেশি এসেছে।
তিনি বলেন, আগের বছর ঈদুল ফিতর হয় এপ্রিলের ১০ কিংবা ১১ তারিখে। সে মাসে রেমিটেন্স আসে ২০৪ কোটি ডলার। তার আগের মাসে কিন্তু ২০০ কোটি ডলার পেরোয়নি।
এই ট্রেজারি প্রধান বলেন, এটার কারণ হতে পারে সরকার পালাবদলের পর হুন্ডি ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমেছে। তাদের দৌরাত্ম্য কমায় ব্যাংকিং চ্যানেলে ঈদের আগে বেড়েছে রেমিটেন্সের প্রবাহ।