১২ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

5

হাটহাজারী প্রতিনিধি

ফটিকছড়ির ভূজপুর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মামুন (৩০) দীর্ঘ ১২ বছর পর র‌্যাবের হাতে ধরা পড়েছে। গতকাল সোমবার (১০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম।
এর আগে র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা ৯ জুন সকালে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মো. মামুন ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার কোম্পানী টিলা গ্রামের আজিজুল হক প্রকাশ চিকন মিয়ার ছেলে।
জানা গেছে, ভূজপুর থানার মামলা নং-২(৪)১৩, জিআর-১৪/১৩ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মামুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১২ বছর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। এরমধ্যে গ্রেপ্তার পরবর্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করে।
এদিকে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।