১১ লাখ টাকার ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেপ্তার ২

1

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় ৩ হাজার ৯০০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোররাত ২ টার দিকে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে বারইয়ারহাট পৌরসভার উত্তরা বাস কাউন্টারের সামনে ঢাকামুখী সড়কে অভিযান পরিচালনা করে এই ইয়াবাগুলো উদ্ধা করা হয়। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাসও জব্দ করা হয়। ইয়াবাগুলোর আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৭০ হাজার টাকা।জব্দকৃত টয়োটা ব্রান্ডের সুপার জিএল মডেলের হাইয়েস গাড়ির রেজিস্ট্রেশন নম্বর চট্টমেট্রো-চ-১১-৪১১৬। গাড়িটির আনুমানিক মূল্যও ৭ লক্ষ টাকার মতো।
গ্রেপ্তার মাদক ইয়াবা পাচারকারীরা হলেন কক্সবাজারের পেশকারপাড়ার বড় বাজার ইউনিয়নের মৃত শাহজাহানের ছেলে আরিফুল ইসলাম (২৮) এবং গাড়িচালক মো. জাবের প্রকাশ রানা (২৬) কক্সবাজার ঈদগাঁও থানার গোনাপাড়া নাপিতাখালী ইউনিয়নের মৃত দিল মোহাম্মদের ছেলে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশ রয়েছে। পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। রাতে ২ জনকে আটক করে প্রচুর পরিমাণ ইয়াবাসহ গাড়ি জব্দ করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।