১১ লক্ষ টাকার স্বর্ণ, নগদ ৪৩ হাজার টাকার হদিস নেই

7

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ বরকল কানাইমাদারী এলাকায় এসআই দস্তগীর হোসাইন চৌধুরী বাড়িতে চোরের দল তালা ভেঙ্গে প্রবেশ করে ১১ লক্ষ টাকা মূল্যের স্বর্ণ ও নগদ ৪৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে তার মা লায়লা বেগম বাদি হয়ে চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছেন চন্দনাইশ থানার এসআই মো. নুর আমজাদ হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (১৩ মে) মধ্যরাতে চোরের দল উপজেলার বরকল কানাইমাদারী খলিফার পাড়া এলাকার বাসিন্দা, কক্সবাজার জেলার বাহারছড়া তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই দস্তগীর হোসাইন চৌধুরী বাড়িতে চুরির ঘটনা সংগঠিত করে। এ সময় তার ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে আলমারির লক ভেঙ্গে ১১ লক্ষ টাকার স্বর্ণ অলংকার, নগদ ৪৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। তিনি চাকরির সুবাদে কক্সবাজার মহেশখালী বাহারছড়া এলাকায় থাকেন। তার মা গ্রামের বাড়িতে থাকেন। গত ১২ মে তার মা লায়লা বেগম কক্সবাজার মহেশখালতে ছেলের বাসায় বেড়াতে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে অজ্ঞতানামা চোরের দল ঘরের তালা ভেঙ্গে স্বর্ণ অলংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে তার মা লায়লা বেগম বাদি হয়ে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। চুরির ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন এসআই মো. নুর আমজাদ হোসেন ।