চকরিয়া ও পেকুয়া প্রতিনিধি
দীর্ঘ ১০ বছর পর আজ বুধবার নিজ জন্মভূমি চকরিয়া-পেকুয়ায় আসছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন চকরিয়া-পেকুয়ার দুইটি পৃথক গণসংবর্ধনা সভায়।
দীর্ঘদিন পর প্রিয় নেতার আগমনকে ঘিরে চকরিয়া-পেকুয়া তথা পুরো কক্সবাজারজুড়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। সালাহউদ্দিন আহমদের গণসংবর্ধনাকে সামনে রেখে দুই উপজেলায় দলীয়ভাবে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রিয় নেতার আগমনে শত শত তোরণ, পোস্টার, প্ল্যাকার্ড ও বিলবোর্ডে ছেয়ে গেছে চকরিয়া-পেকুয়ার প্রধান সড়কসহ প্রতিটি অলিগলি।
তাঁর আগমনকে স্বাগত জানিয়ে গতকাল মঙ্গলবার বিকালে চকরিয়া পৌর সদরে মিছিল-সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও অংগ-সংগঠনের নেতা-কর্মীরা। পরে মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা টাওয়ারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
চকরিয়া উপজেলা বিএনপির আহব্বায়ক এনামুল হক ও উপজেলা যুবদলের সভাপতি এএম ওমর আলী জানিয়েছেন, তাদের প্রিয় নেতা সালাহউদ্দিন আহমদকে এমনভাবে বরণ করা হবে, যেটি ইতিহাস হয়ে থাকবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজারের গণমানুষের প্রাণ পুরুষ সালাহউদ্দিন আহমদের আগমন ও গণসংবর্ধনা সফল করতে চকরিয়া উপজেলা বিএনপি, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি ও পেকুয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে পৃথক প্রস্তুতি সভা করা হয়েছে। এমনকি ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত চলে প্রস্তুতি সভা। প্রিয় নেতার আগমন উপলক্ষে চকরিয়া-পেকুয়ার পথে পথে নির্মাণ করা হয়েছে শত শত তোরণ। এছাড়া পোস্টার, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, বিলবোর্ডে সেজেছে চকরিয়া-পেকুয়ার প্রতিটি অলি-গলি, সড়ক-উপসড়ক।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের আগমনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। চায়ের দোকান ও রাস্তাঘাট থেকে শুরু করে বাসে, রিক্সায় যাত্রীদের মুখে এখন শুধু আলোচনা হচ্ছে সালাহউদ্দিন আহমদের আগমনের কথা।
চকরিয়া পৌরশহরের ব্যবসায়ী মো. আবদুল্লাহ বলেন, সালাহউদ্দিন আহমদ শুধু বিএনপিদলীয় লোকজনের কাছে নয়, তিনি চকরিয়া-পেকুয়ার আপামর জনতার নেতা। তিনি স্বাধীনতা পরবর্তী কক্সবাজার জেলায় একমাত্র মন্ত্রী ছিলেন। তার আমলে কক্সবাজার তথা চকরিয়া-পেকুয়ায় যে অভ‚তপূর্ব উন্নয়ন হয়েছে তার কথা এখনো দৃঢ়চিত্তে স্মরণ করে এই জনপদের লোকজন।
চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম বলেন, আমাদের প্রিয় নেতা সালাহউদ্দিন আহমদকে বরণ করতে চকরিয়া উপজেলার দলীয় নেতা-কর্মী ও সর্বসাধারণ প্রস্তুত রয়েছে। বাস টার্মিনালের গণসংবর্ধনা সভায় লাখো লোকের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সংবর্ধনা সভা সফল করতে উপজেলা, পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সার্বক্ষণিক মাঠে কাজ করছেন।
এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ জন্মভূমি পেকুয়ায় পা রাখবেন বিএনপির এ শীর্ষ নেতা। এ লক্ষ্যে পেকুয়াজুড়ে তৈরি করা হয়েছে শত-শত গেট, ব্যানার-ফেস্টুন। চারিদিকে বিরাজ করছে উৎসবের আমেজ। তাকে বরণে ব্যস্ত পেকুয়াবাসী, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখতে।
এদিকে ছাত্রদল পেকুয়া বিএমআই কলেজ শাখা ও স্থানীয় নেতাকর্মীরা মিছিল করেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪ টার দিকে পেকুয়া বিএমআই কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সালমান খান সাকির নেতৃত্বে স্বাগত মিছিলটি সালাহউদ্দিন আহমেদের বাসভবন সিকদার পাড়া থেকে শুরু করে পেকুয়া চৌমুহনী গোল চত্তর হয়ে পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। উপজেলা, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করে মিছিলে অংশ নেন।
পেকুয়া বিএমআই কলেজ ছাত্রদল শাখার সাবেক সভাপতি সালমান খান সাকি বলেন, দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনা জোর করে অবৈধভাবে ক্ষমতা ধরে রাখেন। এ মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি। জেল-জুলুম দিয়ে মানুষকে নির্যাতন করেছে। গুম, খুন করে ফ্যাসিবাদ কায়েম করছিল। তখন আমাদের অভিভাবক সালাহউদ্দিন আহমেদকেও ঘুম করে পরে ভারতে য়েলে আসা হয়। দীর্ঘ ৯ বছর ভারতে নির্বাসিত জীবন শেষে গত ৫ আগস্ট ছাএ জনতার আন্দোলনে স্বৈরশাসক পতন হলে তিনি দেশে আসেন। বুধবার তিনি নিজ বাড়িতে আসবেন। তাই আমরা আনন্দ মিছিল করছি। সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে আমরা আধুনিক পেকুয়া গঠন করতে চাই।
প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারবিরোধী আন্দোলন চলাকালে বিএনপির মুখপাত্র হিসেবে দায়িত্ব নেয়ার পর ২০১৫ সালের ১০ মে রাজধানী উত্তরার একটি ভবন থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম হন সালাহউদ্দিন আহমদ। এর দুই মাস একদিন পর ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরের গলফ কোর্স ময়দানে ঘোরাঘুরির সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তিনি। সেখানে আইনী প্রক্রিয়া শেষ করে মুক্ত হওয়ার পর বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ দীর্ঘ ৯ বছর পর ভারতের শিলং থেকে দেশে ফেরেন। আজ বুধবার নিজের জন্মভ‚মিতে পা দিবেন তিনি। তার আগমনকে ঘিরে দলীয় নেতা-কর্মী ও এলাকার মানুষদের মাঝে বইছে খুশির আমেজ।