হকি কেবন্দ্র আয়োজিত বিজয় কাপ হকির ৮ম ম্যাচে কেপিডিএল স্পোর্টিং ক্লাব প্রথমে এগিয়ে গিয়ে ও টি.সি.এস একাদশ এর সাথে ড্র করেছে।
গতকাল মিউনিসিপ্যাল স্কুল মাঠে অনুষ্ঠিত দিনের একমাত্র খেলায় শুরুতে মুহুর্মুহু আক্রমণ রচনা করে কেপিডিএল, তা থেকে ৫ মিনিটের সময় সবুজের করা ফিল্ড গোলে কেপিডিএল (১-০) গোলে এগিয়ে যায়। তবে পাল্টা আক্রমণ চালিয়ে ৭ মিনিটে অর্পণের করা ফিল্ড গোলে(১-১) সমতায় আনে টি.সি.এস। ৩য় কোয়ার্টারের ২৩ মিনিটে সাজ্জাদের পাসে রফিক দর্শনীয় ফ্লিকে গোল (২-১) করলে আবারো এগিয়ে যায় কেপিডিএল। তৃতীয় কোয়ার্টারে বেশ চাপে ছিলো টিসিএস একাদশ। শেষ পর্যন্ত কাউন্টার এট্যাক নির্ভর হকি খেলা খেলে ৩৬মিনিটে অর্পণের ২য় গোল (২-২) সমতায় ফিরে টিসিএস একাদশ।
খেলা শেষে ম্যাচের সেরা খেলোয়াড় মিজানুর রহমান-কে ক্রেস্ট প্রদান করেন হকি কেন্দ্রের পরিচালনা বোর্ড সদস্য এবং জেলার সাবেক হকি খেলোয়াড় আনিসুর রশিদ।
এদিকে শনিবারের খেলায় বিশাল এর অনবদ্য হ্যাট্রিকে এ এস.এম.ফ্লীট ড্র (৪-৪) করেছে এ.এফ নাইট রাইডার্স এর সাথে।
ম্যাচের সেরা খেলোয়াড় বিশাল দাশ-কে ক্রেস্ট প্রদান করেন ক্রীড়া সংগঠক জনাব মোহাম্মদ মেজবাহ উদ্দীন।