হোটেল আগ্রাবাদে থ্যাঙ্কস গিভিং ডে উদযাপন

1

 

চট্টগ্রাম শহরের সনামধন্য চার তারকা আন্তর্জাতিক হোটেল, হোটেল আগ্রাবাদের বিখ্যাত মাল্লিকা রেস্টুরেন্ট-এ থ্যাঙ্কস গিভিং ডে উদযাপন করা হয়। এ উপলক্ষে গত ২৮ নভেম্বর বুফে ডিনারের আয়োজন করেছে যার মুল্য ১৫৫০টাকা। থ্যাঙ্কস গিভিং ডে, যা ১৭শ শতাব্দীর প্রথম দিকে উত্তর আমেরিকার ইংরেজ বসতি স্থাপনকারিরা শস্য উৎপাদনএর সফলতা উদযাপনের মাধ্যমে শুরু হয়। হোটেল আগ্রাবাদের সহকারী মহাব্যাবস্থাপক হাসানুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘থ্যাঙ্কস গিভিং হলো কৃতজ্ঞতা এবং একত্রিত হওয়ার সময়। বিজ্ঞপ্তি