যুক্তরাষ্ট্র প্রবাসী চট্টগ্রামবাসীদের সংগঠন ‘হেল্পিং হ্যান্ড চট্টগ্রাম-ইউএসএ ইনক’ ২০২৫ সালের প্রথম দফা শিক্ষাবৃত্তি বিতরণ করেছে। এ উপলক্ষে চান্দগাঁওস্থ রিডার্স ইংলিশ স্কুল মিলনায়তনে সংস্থার বাংলাদেশি মুখ্য কো-অর্ডিনেটর কলামিস্ট মুহাম্মদ মুসা খানের সভাপতিত্বে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক আবসার মাহফুজ, বিশেষ অতিথি ছিলেন রিডার্স ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মঈনুদ্দিন কাদের লাভলু, হেল্পিং হ্যান্ড চট্টগ্রাম’র কো-অর্ডিনেটর ব্যাংকার মহসিন রেজা, শহীদুল ইসলাম, মোস্তফা মনোয়ার মুন্না, অধ্যাপক শফিউল আজম ও জামাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক আবসার মাহফুজ বৃত্তিপ্রাপ্তদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আমেরিকা প্রবাসী চট্টগ্রামের বন্ধুরা আপনাদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন। এটা মহৎ উদ্যোগ। আপনারা সন্তানদের পড়াশোনার প্রতি লক্ষ্য রাখবেন। তারা যেন মোবাইলে আসক্ত না হয়-সে ব্যাপারে সজাগ থাকবেন। সভাপতির বক্তব্যে কলামিস্ট মুসা খান বলেন, হেল্পিং হ্যান্ড চট্টগ্রাম ইউএসএ’র শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের ভাল ফলাফলের পুরস্কার। এই শিক্ষাবৃত্তি ধরে রাখার জন্য অবশ্যই ভাল রেজাল্ট করতে হবে। তিনি ইংরেজি, বিজ্ঞান ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের এই তিন মাধ্যমের শিক্ষার প্রতি জোর দেয়ার পরামর্শ দেন। মোস্তফা মনোয়ার মুন্না করোনাকালীন সময়ের বিশেষ মুহুর্তে হেল্পিং হ্যান্ড চট্টগ্রাম ইউএসএ’র প্রতিষ্ঠা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া, হাটহাজারী, রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১ জন শিক্ষার্থীর মাঝে এক লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি