হেলিকপ্টার দুর্ঘটনা মেক্সিকোর গভর্নর নিহত

48

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন মেক্সিকোর কেন্দ্রীয় পুয়েবলা রাজ্যের গভর্নর মারথা এরিকা আলোনসো। রাজ্যের প্রথম নারী গভর্নর হিসেবে শপথ নেওয়ার কয়েকদিনের মাথায় প্রাণ হারালেন তিনি। সোমবারের ওই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় মারথার স্বামী এবং রাজ্যের সাবেক সিনেটর রাফায়েল মোরেনো ভালেও নিহত হয়েছেন। সোমবার পুয়েবলা থেকে যাত্রা করার কিছুক্ষণ পরই মারথা ও রাফায়েলকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় তাদের দুইজনেরই মৃতু হয়েছে বলে নিশ্চিত করেছেন মেক্সিাকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। স্প্যানিশ ভাষায় লেকা এক টুইট বার্তায় তিনি দ্ ুরাজনীতিবিদের পরিবারের প্রতি ‘গভীর সমবেদনা’ জানিয়েছেন। ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা জানতে তদন্ত করার আশ্বাস দিয়েছেন তিনি। ৪৫ বছর বয়সী মারথা আলোনসো মধ্যম ডানপন্থী প্যান পার্টির সদস্য ছিলেন।