হেরে টি-২০ সিরিজ শুরু বাংলাদেশের

1

স্পোর্টস ডেস্ক

ওয়ানডে সিরিজে হেরে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজেও একই দশা হয়েছে তাদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ও ভারে ৩ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে একাই লড়েন জ্যোতি। ৫ চার ও ২ ছক্কায় ৪০ বলে ৫৩ রান সংগ্রহ করেন অধিনায়ক। সঙ্গে ৪১ বলে শারমিন আক্তার সুপ্তার ৩৭ রানের ইনিংস দলকে লড়াকু সংগ্রহ এনে দেয়। জবাব দিতে নেমে ১৬ ওভার ৫ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। বাংলাদেশের পক্ষে একমাত্র বোলার হিসেবে ফাহিমা খাতুন ২টি উইকেট নেন।