হেফাজত থেকে ছিনিয়ে নেয়া আসামিসহ গ্রেপ্তার ৭

0

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজত থেকে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে পুলিশ ওই আসামিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে।
গত মঙ্গলবার রাত ৮ টার দিকে চমেক হাসপাতালের ষষ্ঠ তলায় ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। ছিনিয়ে নেওয়া আসামির নাম মো. ইমাম হোসেন আকাশ (২৫)। তিনি আনোয়ারা উপজেলার বাসিন্দা হলেও পতেঙ্গা এলাকায় বসবাস করতেন।
পাঁচলাইশ থানার ওসি মো. সোলাইমান জানান, চিকিৎসাধীন অবস্থায় আকাশকে পাহারা দিচ্ছিলেন এক এএসআই ও দুই কনস্টেবল। রাত ৮ টার দিকে আকাশের ছোট ভাই, স্ত্রীসহ প্রায় ১০ জন ধারালো অস্ত্র নিয়ে ওয়ার্ডে ঢুকে পড়ে। তারা কনস্টেবল দেলোয়ার হোসেনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে এবং চিকিৎসাধীন আসামিকে ছিনিয়ে নেয়। পরে আহত দেলোয়ারকে চমেক হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে গতকাল বুধবার সকাল পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করে। তারা হলেন আসামি আকাশ, তার স্ত্রী সোনিয়া আক্তার (২৪), ভাই মোহাম্মদ হোসেন (১৯), আছমা (২৮), মুন্না (২২), সুমাইয়া (২৪) ও রাব্বি (১৯)।
ওসি সোলাইমান বলেন, গভীর রাতে চমেক এলাকা থেকে আছমা, মুন্না ও সুমাইয়াকে গ্রেপ্তার করা হয়। পরে ইপিজেড থানার আকমল আলী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে আকাশের ভাই হোসেন ও রাব্বিকে ধরা হয়। সকাল ৮ টার দিকে সীতাকুন্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্টে বাসে তল্লাশি করে আকাশ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, আকাশ, হোসেন ও রাব্বি পেশাদার ছিনতাইকারী। আকাশের বিরুদ্ধে ১২টি, হোসেনের বিরুদ্ধে ৬টি ও রাব্বির বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। এ ঘটনায় পাঁচলাইশ থানায় পৃথক মামলা হয়েছে। গ্রেপ্তার ৭ জনকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।