হেফাজতের বিরুদ্ধে ২৭ মামলা প্রত্যাহারে প্রক্রিয়া শুরু

1

হাটহাজারী প্রতিনিধি

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে হেফাজত ইসলাম বাংলাদেশের নেতা-কর্মীদের বিরুদ্ধে হাটহাজারীতে দায়ের করা ১১টিসহ ২৭টি মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। এসব মামলায় হেফাজতের হাজার হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হবে। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। হাটহাজারী থানার এসব মামলার ৫টি বিশেষ ক্ষমতা আইন, ৪টি বিশেষ ক্ষমতা আইনে এবং আইন লঙ্ঘন করে জমায়েত আর হামলার ঘটনায় ২টি মামলা রয়েছে। এছাড়া উক্ত আদেশের চট্টগ্রামের খুলশী থানা, ইপিজেড থানা, রাঙ্গুনীয়া থানা, ভূজপুর থানা, বাঁশখালী থানা, কর্ণফুলী থানা, কক্সবাজার সদর থানা, কুমিল্লা চৌদ্দগ্রাম থানা ও ঢাকার ওয়ারী থানার ১৬টি মামলা রয়েছে।
এর আগে গত ১ জুলাই এক চিঠিতে এসব মামলার বিষয়ে ব্যবস্থা নিতে জেলা পিপিকে অনুরোধ জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জননিরাপত্তা বিভাগের আইন-১ শাখার সহকারী সচিব মো. মফিজুল ইসলাম স্বাক্ষরিত এই পত্রে বলা হয়েছিল, সরকার ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৪৯৪ ধারার আওতায় ফেনী জেলার এসব মামলার প্রসিকিউশন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
জানতে চাইলে পিপি মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, আইন মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম জেলা প্রশাসককে এসব মামলা প্রত্যাহারের একটি তালিকা পাঠানো হয়েছে বলে জানতে পেরেছি। আগামীকাল পিপি কার্যালয়ের কর্মকর্তারা মামলাগুলো কোন আদালতে রয়েছে, তা বাছাই শুরু করবেন এবং আদালতের অনুমতি সাপেক্ষে মামলাগুলো প্রত্যাহারের আবেদন তাঁরা করবেন।
ফ্যাসিস্ট খুনী হাসিনা সরকারের আমলে হেফাজতে ইসলামের হাজার হাজার নেতা-কর্মীদের বিরুদ্ধে এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছিল বলে মনে করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন, ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ পর্যন্ত এসব মামলা করা হয়েছিল। এরমধ্য হাটহাজারী মডেল থানার ১১টিসহ বিভিন্ন থানার প্রায় ২৭টি মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে। প্রতিটি মামলার বাদী পুলিশ। শুধু ফ্যাসিস্ট খুনী হাসিনা ও তার দোসরদের পদাঙ্ক অনুসরণ না করার করার কারণে হেফাজতের হাজার হাজার নেতা-কর্মীকে এসব মিথ্যা মামলার শিকার হতে হয়েছে। এসব মামলা দায়ের করে তৎ সময়কার ফ্যাসিস্ট হাসিনার লালিত-পালিত সুনির্দিষ্ট পুলিশের শীর্ষ কর্তাদের নির্দেশনা মতে নেতা–কর্মীরা এসব মিথ্যা মামলায় জেল খেটেছেন, রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন। তবে দুঃখজনক হলেও সত্যি যে, ওই সময়কার বাকী হাটহাজারী থানার আরও ৩টি মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন হেফাজতের ওই কেন্দ্রীয় নেতা।