হেনরিকে নিয়ে শঙ্কা

2

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। ফাইনালে তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পরিস্কার করে কিছু জানাননি কোচ গ্যারি স্টেড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেনরিখ ক্লাসেনের ক্যাচ নিতে গিয়ে কাঁধে চোট পান হেনরি। তখন মাঠ ছেড়ে চলে যান তিনি। আগামী রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ভারতের মোকাবেলা করবে নিউজিল্যান্ড। এই ম্যাচে হেনরির উপস্থিতি অনেক গুরুত্বপূর্ণ। কারণ এর আগে গ্রুপপর্বে ভারতের বিপক্ষে ৪৮ রানে ৫ উইকেট শিকার করেন এই পেসার।