স্পোর্টস ডেস্ক
এক ম্যাচে শেষ বলে ছক্কায় জয়ের নায়ক, পরদিন শেষের আগের বলে ছক্কায়। টানা দুই দিনে শিমরন হেটমায়ারের বিরোচিত ব্যাটিং কীর্তির রেশ মিলিয়ে যায়নি পুরোপুরি। দুই দিন পর আবার উত্তাল তার ব্যাট। এবার লক্ষ্য অত বড় না হলেও বিপর্যয়ে পড়া দলকে এগিয়ে নিলেন তিনি শক্ত হাতে। আরও একবার শেষ ওভারের ফয়সালায় ম্যাচের ভাগ্য গড়ে দিল তার আরেকটি ছক্কা। মুগ্ধতায় অধিনায়ক সিকান্দার রাজা বললেন, ‘প্রতি ম্যাচেই ওয়ান-ম্যান শো।’ মেজর লিগ ক্রিকেটে চলছে হেটমায়ারের ম্যাচ জেতানো ব্যাটিংয়ের এই একক প্রদর্শনী।
পাঁচদিনের মধ্যে তৃতীয়বার শেষ ওভারের ফয়সালায় সিয়াটল ওর্কাসের জয়ের নায়ক ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান। এবার ৭ ছক্কায় ৩৭ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ৪ উইকেটের জয় এনে দিয়েছেন তিনি স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে। টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচেই হেরেছিল সিয়াটল। সেই দলটিই হেটমায়ারের ব্যাটের তাÐবে তারা জিতে নিল টানা তিন ম্যাচ। এবারের আইপিএল একটুও ভালো কাটেনি হেটমায়ারের। ১১ কোটি রুপির ক্রিকেটার রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ম্যাচে রান করেছিলেন ২১.৯৭২ গড়ে ২৩৯। কিন্তু মেজর লিগ ক্রিকেটে ৬ ম্যাচেই তার রান এখন ৩০৯, ব্যাটিং গড় ১০৩, স্ট্রাইক রেট ২২০.৭১!