গত ২২ ডিসেম্বর রাতে প্রচন্ড শীতে রাস্তার ধারে অসহায় দুঃস্থ মানুষের জন্য গরমের উষ্ণতা দিতে মানব সেবামূলক সংগঠন হাসি’র একঝাঁক তরুণ শীতবস্ত্র নিয়ে বেরিয়ে পড়েন নগরীর কোতোয়ালী, নিউ মার্কেট, স্টেশন রোড, ডিসি হিল, চেরাগি পাহাড় ও জামাল খান এলাকায়। ‘একটু হাসির একটি প্রচেষ্টা’ এই শ্লোগানকে সামনে নিয়ে দীর্ঘ ১১ বছর যাবত এভাবেই মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে হাসি। হাসির প্রতিষ্ঠাতা ও তরুণ সমাজসেবি আলহাজ মোছলেহ উদ্দীন মুন্নার তত্বাবধানে ও আলহাজ সায়েরা এয়ার মোহাম্মদ ফাউন্ডেশনের সহযোগিতায় উক্ত এ কর্মসূচি পালিত হয়। বিজ্ঞপ্তি