চন্দনাইশ উপজেলার হাসিমপুর শ্রী লোকনাথ মন্দিরের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গত ৫ ও ৬ মার্চ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ১ম দিবসে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করে ধর্মসম্মেলনের উদ্বোধন করেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের রিজিয়ন চেয়ারপারসন উত্তম কুমার দাশ। শ্রীমন্দিরের বোর্ড অব ট্রাস্টের প্রতিষ্ঠাতা সম্পাদক লায়ন প্রকৌশলী দীপংকর দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী। প্রধান বক্তা ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের প্রেসিডেন্ট প্রকৌশলী বিপ্লব দাশ। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অরূপ রতন চক্রবর্তী, অদুল-অনিতা ট্রাস্টের কো-চেয়ারম্যান অনিতা চৌধুরী, দক্ষিণ জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিমল দেব, হাসিমপুর ইউপি চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য নজরুল ইসলাম আনোয়ার, সংগঠক রানু মজুমদার, মন্দিরের বোর্ড অব ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি কান্তিলাল সেন ও মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সমীর রুদ্র। উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি বিধান আচার্য্যরে সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রত্নাকর দাশ টুনু। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উৎসব পরিষদের সাবেক সভাপতি সত্যজিৎ বিশ্বাস, উৎপল দত্ত, শ্যামল চক্রবর্তী, অমল সূত্রধর, উৎসব পরিষদের সহ-সভাপতি তপন কান্তি পাল, প্রিয়লাল সেন, সুমল সূত্রধর, উৎসব পরিষদের সাধারন সম্পাদক বাবুল দেব, সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার আচার্য্য, শংকর গুপ্ত, অশোক সেন, অ্যাড. মিন্টু আচার্য্য রঞ্জন, উৎসব পরিষদের যুগ্ম সম্পাদক রঞ্জন দেব, অ্যাড. অভিজিৎ আচার্য্য, অ্যাড. রিগ্যান আচার্য্য, স্বপন আচার্য্য, কাজল পাল, রাজশ্রী মজুমদার চৌধুরী, মৃদুল ঘোষ, ডা. সাধন রুদ্র, এড. মন্টু আচার্য্য, সাধন নাথ, স্বপন শীল, মান্না দে, মিল্টন আচার্য্য, ডা. সজল পাল, শেখর রুদ্র, উত্তম মজুমদার, স্বপন মিত্র, কমল সূত্রধর, বাবুল ঘোষ, তপন সূত্রধর, প্রদীপ মিত্র, লিটন শীল, মৃদুল সূত্রধর, সৈকত সেন, আনন্দ সূত্রধর, নভেল মিত্র, ছোটন দত্ত, আকাশ সূত্রধর, টিনা গুপ্ত, পাঁপড়ি সেন, প্রিয়া ঘোষ, লিনা গুপ্ত, মাধব চক্রবর্তী, কান্তা সেন, বৃষ্টি সূত্রধর, মিথুন আচার্য্য, বিকাশ সূত্রধর, গৌরব সেন প্রমুখ। সকালে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন মন্দির কমিটির উপদেষ্টা বিমান বিহারী আচার্য্য। গীতাপাঠ পরিবেশন করেন ফাল্গুন আচার্য্য বাবলা, কাজল কান্তি মিত্র ও খেলন কান্তি দেব। ২য় দিবসে অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয় এবং দুপুর ও রাতে প্রসাদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি