হাসিনা-মোদিকে নিয়ে কটূক্তি আটক ২

40

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কটূক্তি করায় সাইয়েদ ইকরাম শাফী ও আজাদ কামাল নামে দুইজনকে আটক করা হয়েছে। গতকাল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র একটি টিম সীতাকুন্ড উপজেলার কুমিরা এলাকা থেকে তাদের আটক করে। এসময় তাদের ব্যবহৃত একটি ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়।
পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ চাকমা বলেন, ফেসবুকে ফেইক আইডি খুলে বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর ও উসকানিমূলক তথ্যপ্র্রচার করে দুই ব্যক্তি। তারা লোকজনকে বিভ্রান্ত করতে এমন প্রচারণা চালিয়ে আসছিল। যে কারণে প্রযুক্তিগত তথ্যের সহায়তায় তাদের আটক করে পিবিআই এর বিশেষ টিম। তাদের সহযোগী আরো একজনকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।