ফ্যাসিবাদ উৎখাত আন্দোলনের উপদেষ্টা ও সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন বলেছেন, হাসিনা পালিয়ে গেলেও তার দোসরেরা এখনো বহাল তবিয়তে আছে। বিগত ১৭ বছর আন্দোলনের ফলে জনগণের বিজয় অর্জিত হয়েছে গত ৫ আগস্ট। জনগণের বিজয়ের মাধ্যমে শিশু ও গণহত্যাকারিরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে। এখন আমাদের দেশকে গড়তে হবে। আমরা জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে চাই। গত ১৭ বছর জনগণ ভোটাধিকার হারা। তাদের ভোটাধিকার ফেরত দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করতে হবে। জনস্রোতে স্বৈরাচার শেখ হাসিনা ভেসে গেছে। এক্ষেত্রে তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। বাংলাদেশের মুক্তিকামী জনতা যে ইতিহাস তৈরি করেছে। তা পুরো পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে দুপুর সাড়ে ১১টায় ফ্যাসিবাদ উৎখাত আন্দোলন চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী এম এ হাশেম রাজুর সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সচিব আলমগীর নূরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপিলটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসসের ব্যুরো প্রধান মোহাম্মদ শাহ নওয়াজ। প্রধান বক্তা ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক চোখ হারানো সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেনমার্ক বিএনপির আইন বিষয়ক সম্পাদক গোলাম সরোয়ার খান, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া আফরোজ খান, অ্যাড. আবদুল মান্নান, সাংবাদিক জায়েদ তালুকদার, ফরিদ উদ্দিন, মিনহাজ উদ্দিন চৌধুরী রানা, মোহাম্মদ জায়েদ উদ্দিন, সাবেক ছাত্র নেতা ইঞ্জিনিয়ার মুহাম্মদ বোরহান উদ্দিন, অ্যাড. সৈয়দ এহেসানুল হক, ডবলমুরিং থানা বিএনপি নেতা হাজী আবদুর রহিম, সাংবাদিক নুরুল ইসলাম রিপন, জাহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মো. শফিকুর রহমান, সাংবাদিক মো. ইমতিয়াজ ফারুকী, ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, ওসমান সরওয়ার খান, মো. রাশেদ, মো. মিজান, মো. বাবলু, মো. খোকন, মো. আকতার, মো. মিনহাজ রানা, মো. শাকিল, মো. তায়েস, মো. জাহেদ, মো. নুরুল আলম ও মো. আরিফ প্রমুখ।
প্রতিনিধি সম্মেলনে উপদেষ্টামন্ডলীতে ৩ জনের নাম ঘোষণা করা হয়। পরে সর্বসম্মতিক্রমে মো. জাহিদুল করিম কচি, মো. শাহ নওয়াজ ও কামরুল হুদাকে উপদেষ্টামন্ডলীর সদস্য অন্তর্ভুক্ত করা হয়। বিজ্ঞপ্তি