রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনীয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজের মরহুম আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম চেয়ারম্যান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো কলেজের অভিভাবক সমাবেশ এবং মতবিনিময় অনুষ্ঠান। গতকাল সোমবার ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উপস্থিতির পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পদচারণায় মূখর হয়ে উঠে পুরো সমাবেশস্থল।
এতে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ জ ম শা ইলিয়াছ। প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্ণিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নাসির উদ্দিন নসু।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী একে আজাদ খান, রানীরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহেদুল আলম চৌধুরী, কলেজ গভর্ণিং বডির সদস্য নুরুল হুদা লিটন, কলেজ গভর্ণিং বডির শিক্ষক প্রতিনিধি রতন কুমার তুরী, অভিভাবক সমাবেশ এবং মতবিনিময় সভার আহŸায়ক খায়েজ আহামদ, সহকারী অধ্যাপক পারমিতা বড়ুয়া, রাঙ্গুনীয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, রাঙ্গুনীয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আনন্দ বড়ুয়া, খীলমোগ রসিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. বেলাল হোসেন, ইন্দ্রকুমারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. নাসির উদ্দিন।
অনুষ্ঠান শুরুর আগে কলেজের এবাদতখানায় বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর রোগমুক্তি কামনায় এক দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহ্ফিলের পর মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম চেয়ারম্যান অডিটোরিয়ামসহসহ নতুন মঞ্চ উদ্বোধন করা হয়। মঞ্চটি উদ্বোধন করেন শিক্ষানুরাগী আজাদ খান।