পূর্বদেশ ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ও যুক্তরাজ্যের লন্ডনে ৩০ কোটি ডলার পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সংস্থাটি জানায়, দেশ থেকে ৩০ কোটি ডলার পাচারের অভিযোগ রয়েছে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। খবর বাংলা ট্রিবিউনের।
এর আগে, ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয় এবং শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ১৭ ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়।
দুদক সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্পসহ ৯টি প্রকল্পে এসব অনিয়ম-দুর্নীতি হয়েছে।
হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র প্রবাসী। দীর্ঘদিন তিনি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। আর রেহানার মেয়ে টিউলিপ যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য। লেবার পার্টি ক্ষমতায় আসার পর তাকে যুক্তরাজ্য সরকারে আর্থিক সেবাবিষয়ক প্রতিমন্ত্রীর (সিটি মিনিস্টার) দায়িত্ব দেওয়া হয়।