হাসিনার প্রশংসায় বিএনপিপন্থী আইনজীবী

2

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে বিএনপিপন্থী সিনিয়র আইনজীবী এডভোকেট আবদুল মান্নানের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। ২৪ ঘণ্টায় পোস্টটি ১০০টির বেশি শেয়ার হয়। এছাড়া শত শত আওয়ামী লীগ সমর্থকসহ নেটিজেনরা এতে কমেন্ট করেন। কমেন্টকারীদের প্রায় প্রত্যেকেই সত্য তুলে ধরার জন্য পোস্টকারীর প্রশংসা করেন।
কমেন্টকারীদের একজন লিখেন, ‘স্যারের কলমে আওয়ামী সমর্থকদের মনে ঈদ এসেছে! …
তবে এডভোকেট আবদুল মান্নান এটি তার প্রথম পর্বের লেখা উল্লেখ করেন। তাই দ্বিতীয় পর্বে তিনি কি লিখবেন, তা নিয়েও সবার মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে।
ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো- “হাসিনা কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করেছিল, আপনারা বন্ধ করেছেন। হাসিনা কক্সবাজার রেলস্টেশন করেছিল, আপনারা বিদেশিকে লিজ দিয়ে দিচ্ছেন। হাসিনা মুজিব বর্ষের ঘর দিয়েছিল, যেখানে হাজার হাজার মানুষ বসবাস করে। আপনারা বাকখালী উপকূলসহ কক্সবাজারের বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযানের নামে মানুষকে বাড়িঘরহীন করে নিঃস্ব করেছেন। হাসিনা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক উন্নয়ন শুরু করেছিলেন, আপনারা বন্ধ করেছেন।
কথা ছিল হাসিনা যেখান থেকে পালিয়েছে, সেখান থেকে সামনে অগ্রসর হবেন, কিন্তু অগ্রসর না হয়ে পেছনে গেছে শত বছর। হাসিনা পালানোর পর আপনারা আমাদেরকে উন্নয়নের সাগরে ভাসাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু যা হচ্ছে, তা কি উন্নয়ন না জুলুম? কথা ছিল হাসিনা পালানোর পর দেশের বিশাল পরিবর্তন হবে। কিন্তু যা হয়েছে, কিছু লোকের মেদ-ভুড়ি বৃদ্ধি আর গাড়ির মডেল পরিবর্তন ছাড়া আর কিছুই হয়নি। আমরা কি অগ্রসর হচ্ছি না পিছনে যাচ্ছি? আমরা কি স্বনির্ভর হচ্ছি নাকি আরো বেশি পরনির্ভরশীলতার দিকে যাচ্ছি? কক্সবাজার নিয়ে কক্সবাজারের নেতারা গভীর ঘুমে কেন?”
উল্লেখ্য, এডভোকেট আবদুল মান্নান জেলা বিএনপির নেতা এবং বিএনপির প্যানেল থেকে কক্সবাজার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। বিগত সময়ে তিনি ৯ মামলার আসামি হয়েছিলেন এবং দীর্ঘদিন কারাবন্দী ছিলেন।