বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে শুরু থেকেই ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। গণ অভ্যুত্থানের মধ্যে সোমবার দুপুরে শেখ হাসিনা পদত্যাগ করে পালানোর পর ছাত্রজোটের দাবি মেনে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। এর মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ইতোমধ্যেই হাজির হয়েছেন তিনি। ভার্টিগোর সমস্যায় ভুগছেন তিনি। ফেসবুকে হাসপাতালের সামনে নিজের একটি ছবি পোস্ট করে এই খবর জানিয়েছেন খোদ পরীমণি। ছবিতে দেখা যাচ্ছে, চোখে রোদচশমা, মাস্কে মুখ ঢেকে হাসপাতালের সামনে নিজস্বী তুলছেন ঢালিউড অভিনেত্রী। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘পৃথিবীর কতো কিছু আমাকে ছেড়ে চলে যায়। শুধু রয়ে গেলো আমার এই ভার্টিগো আর এই হসপিটাল! লেখার সঙ্গে শান্ত মুখের একটি ইমোজিও জুড়েছেন।