পূর্বদেশ ডেস্ক
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৩ জন রোগী। তাতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার ১৭০ জনে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির বছরওয়ারি হিসেবে এই সংখ্যা চতুর্থ সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তরের গতকালের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ২৫৯ জনের প্রাণ গেল মশাবাহিত এ রোগে।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন নারী, দুই জন পুরুষ। তাদের বয়স হয়েছিল যথাক্রমে ৬৪, ৭২, ৬০ এবং ৬৪ বছর। তাদের এক জন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, এক জন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং একজন সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২৮৫ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এ ছাড়া ঢাকা বিভাগে ১৪৭ জন, ময়মনসিংহ বিভাগের ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, খুলনা বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ৩৭ জন, রংপুর বিভাগে ১৭ জন রোগী, বরিশাল বিভাগে ১১২ জন এবং সিলেট বিভাগে তিন জন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৬৪৮ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৩৯ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৭০৯ জন।











