হাসনাত আবদুল্লাহ আজ বাঁশখালী আসছেন

15

বাঁশখালী প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ (রবিবার) বাঁশখালীতে আসছেন। এদিন তিনি উপজেলা সদরে গণসংযোগ এবং মতবিনিময় সভায় অংশ নেবেন। দলটির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ইমন সৈয়দ, কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর আহব্বায়ক আরিফ মঈনুদ্দিনসহ এনসিপির চট্টগ্রামের নেতৃবৃন্দ হাসনাত আবদুল্লাহর সাথে থাকবেন।
এনসিপির বাঁশখালী উপজেলার সংগঠক মাশফিকুর রহমান চৌধুরী মিশকাত জানান, জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসেনানী এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ রবিবার সকালে বাঁশখালী পৌঁছবেন। তিনি বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে বাঁশখালী উপজেলা সদরে গণসংযোগ করবেন। হাসনাত আবদুল্লাহর আগমন ঘিরে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকেও হাসনাত আবদুল্লাহর আগমন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, হাসনাত আবদুল্লাহর বাঁশখালী আগমনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।