হাশিমপুর আদর্শ গ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

1

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর নতুন আদর্শ গ্রাম মাহফিল পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে হযরত আবু বকর ছিদ্দিক (রা.) স্মরণে গত শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে হাশিমপুর নতুন আদর্শ গ্রাম মাঠে আজিমুশ্শান ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়।
গুলমেহের সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাগির হোসাইনের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন আরবি প্রভাষক মুহাম্মদ নুরুল ইসলাম জোহাদী, মাওলানা হাফেজ মুহাম্মদ আব্দুল কাদের সিরাজী, মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম কাদেরী, খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন প্রমুখ।
বক্তাগণ বলেন, বর্তমান ফেতনার জামানায় ঈমান রক্ষা করতে হলে হক বাতিলের পার্থক্য বুঝতে হবে। শুধু মুখেই আশেকে রাসুল দাবি করলে হবে না, কথাবার্তা, আচার-আচরণ, পোষাক-পরিচ্ছদসহ জীবনযাপনের প্রতিটি ধাপে প্রিয় নবীজি (সা.) এঁর সুন্নাতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। জানমালের চেয়েও বেশি ভালবাসতে হবে প্রিয় রাসুলকে। মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা শেষে তবারুক বিতরণ করা হয়।