হালিশহর জামায়াতের দায়িত্বশীল সভা

1

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার উদ্যোগে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৯ মে স্থানীয় এক মিলনায়তনে সামবেশ অনুষ্ঠিত হয়। হালিশহর থানা সেক্রেটারি ও ১১ নম্বর দক্ষিণ কাট্টলি ওয়ার্ড এমারতের আমির মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। বক্তব্য রাখেন হালিশহর থানার সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড এমারতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ সোলাইমান, ওয়ার্ড বাইতুলমাল সম্পাদক মুহাম্মদ বেলাল হোসেন, ওয়ার্ড সভাপতি আবুল হাসেম চৌধুরী, ওয়ার্ড সভাপতি নাজমুল হক, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আবদুস শাকুর, ইঞ্জিনিয়ার কাজী আবু শাহাদাত শাহীন, অধ্যাপক আবু রায়হান, অধ্যক্ষ মাওলানা বেলাল হোসাইন, সাবেক ছাত্রনেতা শফিকুল মওলা শোভন, শামসুল মওলা শরিফ, আবদুল কাদের প্রমুখ। বিজ্ঞপ্তি