বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার উদ্যোগে এক ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। থানা আমীর ফখরে জাহান সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, দারসুল কোরআন পেশ করেন পতেঙ্গা থানা আমীর অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন থানার নায়েবে আমীর ডা. শাহাদাত হোসেন, সেক্রেটারি আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনজুরুল হকসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
অধ্যক্ষ নুরুল আমীন বলেন, দুনিয়াতে যুগে যুগে নবী-রাসুলগণ মানুষের মাঝে দাওয়াতী কাজ করেছেন। দাওয়াতের এই কার্যক্রম কেয়ামত পর্যন্ত চলবে। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে এই কাজ আঞ্জাম দিয়ে যেতে হবে, আমাদের সকলকে দায়ী ইলাল্লাহর ভ‚মিকা পালন করে আদর্শের প্রতীক হতে হবে। বিজ্ঞপ্তি