হালিশহরে শিক্ষার্থী সাব্বির হত্যার প্রতিবাদে বিক্ষোভ

1

হালিশহরে শিক্ষার্থী মো. সাব্বির হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী, সহপাঠী ও স্বজনরা। হত্যাকাÐের সঙ্গে জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে গত ২২ মে হালিশহর থানা ঘেরাও করে তারা বিক্ষোভ করেন। সাব্বিরের জানাজা শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা থানার সামনে অবস্থান নেন এবং ¯েøাগান দিতে থাকেন। পরে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দ্রæত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গত ২১ মে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাব্বির। তিনি হালিশহর আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নয়াবাজার আমিন কন্ট্রাক্টর রোড এলাকার বাসিন্দা মো. ইসহাক কন্ট্রাক্টরের একমাত্র সন্তান সাব্বির। বিজ্ঞপ্তি