নিজস্ব প্রতিবেদক
নগরীর হালিশহর থানা এলাকার একটি আবাসিক ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা ও ৩৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় মাদকের কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাজ্জাদ হোসেন সজীব (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে হালিশহরের রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকার বিলকিস হাউজ নামের আবাসিক ভবনের ফ্ল্যাটে এ অভিযান পরিচালনা করা হয়। আটক সাজ্জাদ রঙ্গিপাড়া এলাকার মো. সালাউদ্দিনের ছেলে।
র্যাব-৭ এর উপপরিচালক মো. সাদমান সাকিব বলেন, গ্রেপ্তার সাজ্জাদ যুবক দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তিনি কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে তুলনামূলক কম দামে ফেন্সিডিল ও গাঁজা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরে নিয়ে এসে চাহিদামত মাদক বিক্রেতা ও সেবনকারীর কাছে সরবরাহ করেন। ফ্ল্যাট থেকে জব্দকৃত গাঁজা ও ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য আট লাখ টাকা হতে পারে। গ্রেপ্তার আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।