হালিশহরে ছুরিকাঘাতে যুবক খুন, আটক ৪

60

নগরীর বন্দর থানার ৩৭ নম্বর মুনিরনগর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত মো. শাহেদ রনি (২৮) ওই এলাকায় একটি চায়ের দোকানের কর্মী ছিলেন। নগরীর এনায়েত বাজার এলাকার স্থায়ী বাসিন্দা হলেও তিনি হালিশহর এলাকায় থাকতেন। পুলিশের দাবি, নিহত রনি ঘটনার শিকার। সংঘর্ষের ঘটনায় তিনি কারও পক্ষে ছিলেন না।
নগর পুলিশের বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আরেফিন জুয়েল জানান, বুধবার গভীর রাতে বন্দর থানার ৩৭ নম্বর মুনিরনগর ওয়ার্ডের এছাক ব্রাদার্স কন্টেনার ডিপো সংলগ্ন এলাকায় স্থানীয় দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। ওই সময় একপক্ষ রনিকে ছুরিকাঘাত করে। তবে, রনি কোনও পক্ষের সঙ্গেই ছিলেন না। তিনি ঘটনার শিকার হয়েছেন।
ঘটনাস্থলের আশপাশের বাসিন্দারা জানান, স্থানীয় ছাত্রলীগের সাবেক নেতা মোর্শেদ ও ফটিকের অনুসারীদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ ধারালো ছুরিসহ দেশি অস্ত্র নিয়ে পরস্পরকে ধাওয়া দেয়। এক পক্ষ অন্যপক্ষের দিকে ইট-পাটকেলও নিক্ষেপ করে। এসময় রনি সংঘর্ষের মধ্যে পড়ে যান। আর সংঘর্ষে জড়ানো এক পক্ষ তাকে প্রতিপক্ষের লোক ভেবে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় রনিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতে জখমের চিহ্ন ছিল। হত্যাকান্ডের এই ঘটনায় বন্দর থানায় একটি মামলা হয়েছে।
এদিকে, গতকাল বৃহস্পতিবার চমেক হাসপাতালের ফরেনসিক মর্গে রনির লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এরপর পরিবারের সদস্যদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ গতকাল বিকেলে অভিযান চালিয়ে ‘জড়িত’ চারজনকে আটক করেছে পুলিশ। আটক চারজন হলেন- মো. রানা (২৯), মো. আলাউদ্দিন (৩৬), মো. তাজ উদ্দিন (৩৫) ও মো. আজাদ (৩৩)।